চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, থেকে দীর্ঘদিন থেকে লোক নিচ্ছে জাপান । এই তালিকায় নতুন যুক্ত হচ্ছে বাংলাদেশ । বাংলাদেশ সরকারের সাথে জাপানের সরকারের এই বিষয়ে চুক্তি হয়েছে । বাংলাদেশ থেকে আগামী পাচ বছরে চৌদ্দটি ক্যাটাগরিতে তিন লাখ একষট্টি হাজার চারশো জনকে [ 361400 ] ভিসা দেবে জাপানী সরকার ।
ভিসা পেতে কি করতে হবে
জাপানি ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই জাপানি ভাষা জানতে হবে । জাপানি ভাষা না শিখে কেউ জানতে যেতে পারবে না ।
তাই জাপানে যেতে হলে প্রথমে আপনাকে কোন প্রতিষ্টান থেকে জাপানি ভাষা শিখতে হবে ।
জাপানি ভাষা কোথায় শিখবেন
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় অধীন সংস্থা বাংলাদেশ কর্মসংস্থা ও প্রশিক্ষন ব্যুরো [বিএমইটি] ইতিমধ্যে জাপানি ভাষা প্রশিক্ষন শুরু করেছে ।
বিএমইটি অধীনে 26 টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র রয়েছে । আপনি চাইলে এর যেকোন একটিতে ভর্তি
হতে পারেন ।
তাছাড়া বেসরকারি ভাবে কিছু প্রতিষ্টান জাপানি ভাষা শিখিয়ে থাকে ।
ভাষা শিখতে খরচ
সরকারি প্রতিষ্টানে ভাষা শিখতে খরচ মাএ এক হাজার টাকা । তবে সিট এর সংখ্যা মাএ 40 াট ।
আর বেসরকারি প্রতিষ্টানে ভাষা শিখতে খরচ হবে 20 হাজার টাকার মতো
কোন শ্রেনিতে কত লোক
জাপান নাসিং কেয়ারে সবচেয়ে বেশি লোক নিবে । 60 হাজার
এছাড়া রেস্তোরা শ্রেণিতে 53 হাজার
নির্মান বা কনষ্ট্রাকশ শ্রেনিতে 40 হাজার
ভবন পরিষ্কার শ্রেনিতে 37 হাজার
কৃষি শ্রেনিতে 36 হাজার 500 জন
খাবার ও পানীয় শ্রেনিতে 34 হাজার
সেবা শ্রেনিতে 22 হাজার
মেটেরিয়াল প্রক্রিয়াজাতকরন শ্রেনিতে 21 হাজার 500 জন
অটোমোবাইল রক্ষণাবেক্ষন শ্রেনিতে 21 হাজার
জাহাজ নির্মান শ্রেনিতে 13 হাজার
মৎস শ্রেনিতে 9 হাজার
শিল্প শ্রেনিতে 7 হাজার
ইলেকট্রনিক এ 4 হাজার 700
এয়ারক্রাফট শ্রেনিতে 2 হাজার 200 জন
ভিসার মেয়াদ ও কয় রকমের ভিসা
ভিসার মেয়াদ হবে 5 বছর ।
জাপানি সরকার ভিসা 1 ও ভিসা 2 দুই ধরনের ভিসা দিবে ।
ভিসা 1 এ আপনি পাচ বছর জাপানে থাকতে পারবেন কিন্তু ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না ।
ভিসা 2 তে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবের তবে ভিসা 2 পেতে হলে আপনাকে অব্যশই ভিসা 1 থাকতে হবে ।
বেতন কত
জাপানের আইণ অনুযায়ী এক জন কর্মীর ঘন্টায় নূন্যতম বেতন 700 টাকা । এক জন কর্মী দিনে সর্বচ্চো আট ঘন্টা কাজ করতে পারবে । সে হিসেবে এক জন কর্মী মাসে ইনকাম করতে পারবে এক লাখ 35 হাজার [135000] টাকা ।
দক্ষিন কোরিয়ায় সরকারি ভা্বে যে ভাবে লোক নেওয়া হয় জাপানে ও সেই ভাবেই লোক নেওয়া হবে । তাই কেউ দালাল ধরে টাকা প্রদান করবেন না । সরকারি ভাবে ফ্রিতে জাপানে নেওযা হবে ।